News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এমপি প্রার্থীদের প্রতি টিপুর পরামর্শ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৫৯ পিএম এমপি প্রার্থীদের প্রতি টিপুর পরামর্শ

‘সকল এমপি প্রার্থীদের প্রতি অনুরোধ ভোটারদের কাছে এমন লোক পাঠান যাদের উপর ভোটাররা আস্থা রাখে, চোর-ডাকাত পাঠাবেন না যাদের দেখলে ভোটার মুখ ফিরিয়ে নেই’ এমন মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় তার ফেসবুক আইডিতে এমপি প্রার্থীদের পরামর্শ দেন তিনি। এ সময় কমেন্টেসে বন্দর থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী মন্তব্যে করেছেন ‘দালালদের পাঠায়েন না যারা আওয়ামী লীগের জন্য ভোট চাইছে এরা আবার বিএনপির জন্য ভোট চাইলে মানুষ খারাপ দৃষ্টিতে দেখে’।

আল ইউসুফ খান টিপু এমন পরামর্শ ছড়িয়ে পড়ে এবং বেশিভাগ বিএনপি নেতাকর্মীরা ‘সহমত’ পোষন করে কমেন্টেস লিখেন। একই সাথে বন্দর থানা বিএনপি ২০নং ওয়ার্ডে আবুল কালামের ভোট চেয়েছেন জাতীয় পার্টির এমপি আস্থাভাজনরা।

ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সেলিম ওসমানের ভোট চেয়েছিলেন এবং লাঙ্গলে ভোট দিয়ে ছিলেন সাবেক কাউন্সিলররা এখন ধানের শীষ ভোট চান। এতে এলাকায় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। এর সূত্রে ধরেই বন্দর থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী কমেন্ট করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের পাচঁটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপি একক প্রার্থী ও একটি আসনে জোটের প্রার্থী দিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ পুরো ও নারায়ণগঞ্জ-৪ আসনটি আংশিক অংশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তভুক্ত রয়েছে। যার কারণে প্রার্থীদের কাছে এখনো মহানগর বিএনপি কদর বেড়ে যায়নি। এর ফলে জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে এখনো হতাশা দেখা গেছে।