আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নারায়ণগঞ্জ- ৩ এবং নারায়ণগঞ্জ- ৪ উভয় আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'ফুটবল' প্রতীক বরাদ্দ পেয়েছেন।
একই সাথে দুটি গুরুত্বপূর্ণ আসনে গিয়াস উদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা এবং অভিন্ন প্রতীক 'ফুটবল' পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই দুই নির্বাচনী এলাকায় তাঁর সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোনারগাঁ এবং ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ মানুষের মাঝে যে জোয়ার তৈরি হয়েছে, তা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ‘ফুটবল’ প্রতীক নিয়ে আমি দুই আসনের মানুষের দ্বারে দ্বারে যাব। আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সবসময় ন্যায়ের পথে লড়াই করেছি, এবারের লড়াইও মানুষের অধিকার আদায়ের লড়াই।
তিনি আরও যোগ করেন, জনগণ আমাকে ভালোবাসে, তারা চায় একজন পরীক্ষিত জনপ্রতিনিধি। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই আসনেই ফুটবল মার্কার বিপুল বিজয় হবে।
গিয়াসউদ্দিনের দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করাটা অন্য প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে বেশ শক্তিশালী। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসনেও তাঁর বিশাল ভোটব্যাংক রয়েছে। দুই আসনেই 'ফুটবল' প্রতীক পাওয়ায় প্রচারণায় তাঁর জন্য বাড়তি সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

































আপনার মতামত লিখুন :