News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

পায়ের নিচে মাটি নাই তাই হুমকি দিচ্ছে : মাকসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:১০ পিএম পায়ের নিচে মাটি নাই তাই হুমকি দিচ্ছে : মাকসুদ

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোকেরা স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ও তার সমর্থকদের বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল উনারা আমাদের ও আমাদের নেতাকর্মীদের বিভিন্ন হুমকি দিচ্ছে। আমাদের ব্যানার ফ্যাস্টুন ছিড়ে ফেলছে। উনারা কাজ তো ওনারা চালিয়েই যাচ্ছে বাকি রাখলো কোথায়।

হুমকি উপক্ষো করে নিজের অনুসারীদের সাহস দিয়ে তিনি বলেন, যারা হুমকি ধামকি দিচ্ছেন তাদের পায়ের তলে মাটি নাই। তাদের কোন সমর্থন নাই। এজন্য তারা পাগলের মত প্রলাপ বকতেছে। উনাদের সমর্থন নাই, সাধারণ মানুষ উনাদের পাশে নাই। আমি আমাদের নেতাকর্মীদের বলবো অতীতেও আপনারা দেখছেন এমন অনেক হুমকি ধামকি দিছে, কিন্তু শেষ পর্যন্ত আমি মাঠে ছিলাম, নির্বাচন হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে আমি বিজয়ী হয়েছি। এবারও আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো, সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা নির্বাচিত হবো ইনশাল্লাহ। আপনারা কোন হুমকি ধামকিকে ভয় পাবেন না। আপনারা শুধু কোন রকম সময়টুকু শুধু পাড় করেন।

তিনি আরো বলেন, অনেকের অভিযোগ নির্বাচনী এলাকায় আমার ফুটবল প্রতীকের তেমন ব্যানার ফ্যাস্টুন নাই। কিন্তু আমরা ব্যানার ফ্যাস্টুন লাগাচ্ছি আমাদের ব্যানার ফ্যাস্টুন ছিড়ে ফেলে। কারা ছিড়ে ফেলে সেটা আপনারা সবাই জানেন। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করবো।