নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দল আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন ও নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জিএম সুমন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও থানা বিএনপি সদস্য ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হারুন রশিদ,সহ সাংগঠনিক সম্পাদক মো : জাকির হোসেন, প্রচার সম্পাদক আমিনুল হক বিল্লাল, ১ নম্বর ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক জয়, সাধারণ সম্পাদক আকাশ, ৪ নং ওয়ার্ডের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান, ৭ নং ওয়ার্ডের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক মাসুদসহ থানা ও জেলা জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সজীব বলেছেন, আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা, যিনি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অন্যায় সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
প্রধান বক্তার বক্তব্যে জিএম সুমন মুন্সী বলেন ,বিগত বছর গুলোতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বন্দী অবস্থায় রয়েছিল। দেশকে মুক্ত করতে হলে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।
এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।






































আপনার মতামত লিখুন :