আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে মহানগর যুবদল। এ গণসংযোগে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষে ভোট দেওয়ার স্পষ্ট আকাঙ্ক্ষা এবং নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বন্দর থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রচারণা কার্যক্রমটি মদনপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইস্পাহানি বাজার, ধামগড়, লাঙ্গলবন্দ, মীরকুন্ডী বাজার, সাবদী বাজার, কলাগাছিয়া বাজার হয়ে ঘারমোড়া বাজারে এসে শেষ হয়। পুরো পথজুড়ে লিফলেট বিতরণ, স্লোগান ও পথসভায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
এ সময় জোসেফ বলেন, সাধারণ মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। নতুন ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, যা আমাদের আরো আশাবাদী করছে।
তিনি আরও বলেন, দেশবাসী আজ গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন ফিরে পেতে চায়। আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ। ধানের শীষই পারে মানুষের এই প্রত্যাশা পূরণ করতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, মিজানুর রহমান মিজান, নুর আলম খন্দকার, মেজাম্মেল হক, সোহেল মিয়া, জনি, শফিকুল আলম মুক্ত, লিটন, সাঈদ মুন্সি, মাহমুদুল হাসান মাসুম, মোঃ ইসলাম, মনা ও হারুন প্রমুখ।








































আপনার মতামত লিখুন :