News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

পেঁপে চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৮:১৮ পিএম পেঁপে চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা কৃষিখ্যাতে অতি পরিচিত। এখানকার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহেরও (৩২) একজন। এই কৃষক বছরব্যাপী বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ করে থাকেন। প্রতি বছরের ন্যায় এবছরও অধিক লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন। এতে সাফল্যের মুখও দেখেছেন। তার বাগানে আশানুরূপ পেঁপে ফলনে মুখে হাসি ফুটেছে। 

বৈদ্যেরবাজার ইউনিয়নের কৃষক মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে আবু তাহের। পড়াশোনায় স্কুলের গন্ডি পার না হয়ে সপ্তম শ্রেনিতেই ইতি টানেন। এরপর হতে পিতার দেখাদেখি তিনিও কৃষিকাজে আগ্রহী হয়ে সফলতার মুখ দেখেছেন। এবার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ১৮০ শতাংশ জমির উপর তিন জাতের পেঁপে চাষ করেছেন। নিজের ফল বাগানই বর্তমানে তার মনোযোগের অন্যতম জায়গা। বাগান দেখবালে নিজের পাশাপাশি কর্মচারও রেখেছেন। 

এই কৃষক তার বাগানে হাইব্রিড, দেশী ও কালি জাতের পেঁপে চাষ করেন। এই ফসলে মাইট্যা, জৈব ও সাদা সার দিয়ে দিয়ে থাকে। ফসলের গাছ রোপণ থেকে শুরু করে দেখবাল-পরিস্কার পরিচ্ছন্নে ৫'শ টাকা মজুরিতে নিয়মিত তিনজন মানুষ কাজ করেন বলেও জানান। 

আবু তাহের জানিয়েছেন, আমি এক বছর ধরে ১৮০ শতাংশ জমিতে এই ফসলের চাষবাদ করছি। এখন পর্যন্ত আমার দুই লাখ টাকার মতো ব্যয় হয়েছে এবং আরও ৫০ হাজারের মতো ব্যয় হবে। আর ফলন হওয়া পেঁপে অন্তত ৫ লাখে বিক্রি করতে পারবো বলে আশাবাদী। 

তিনি আরও বলেন, পেঁপে মূলত ছয় মাসের মধ্যে ফলন হয়ে উত্তোলন করা সম্ভব হয়। আমার বাগানে আমি ছাড়াও আরও তিনজন নিয়মিত কাজ করে যাচ্ছি।

উপজেলা কৃষি অফিসের সাহায্য সহযোগিতা সম্পর্কে জানতে চাইলে কৃষক আবু তাহের জানান, কৃষি অফিস থেকে নিয়মিত কর্মকর্তারা এসে সার ব্যবহারের নিয়মিতসহ কি কি করনীয় রয়েছে তা পরামর্শ দিয়ে থাকেন।

বাগান দেখবালের কাজে নিয়োজিত মোহাম্মদ মোজাফফর বলেন, আমরা গত দু'বছর ধরে এখানে কাজ করে যাচ্ছি। এবার বাষ্পার ফলন হয়েছে। বর্তমানে ৬০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেছেন, আমরা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আমাদের কর্মকর্তারা ঘুরে ঘুরে সমস্যাগুলো খেয়াল করেন। কৃষক আবু তাহেরের সঙ্গে আমি কথা যোগাযোগ করবো।

Islam's Group