স্বল্প খরচ অধিক লাভের কারণে নারায়ণগঞ্জে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। কেউ করছেন পতিত জমিতে, কেউ বাড়ির উঠানে বা ছাদে। পড়ে থাকা জমিতে কম পরিশ্রমে এ পদ্ধতিতে আদার চাষ করতে পারায় মানুষ এখন আগ্রহী হচ্ছেন। ক্রমশই বাড়ছে চাষির সংখ্যা ও উৎপাদন।
জানা গেছে, প্রতি বস্তা আদা চাষে খরচ হয় মাত্র ৫০ থেকে ৬০ টাকা। এ পদ্ধতিত চাষে অতিরিক্ত জায়গারও প্রয়োজন হয় না। পতিত জমিতে এমনকি বিভিন্ন গাছের ফাঁকে ফাঁকে চাষ করা যায়। আগাছাও সহজে পরিস্কার করা যায়। ৭-৮ মাসের ব্যবধানে প্রতি বস্তায় গড়ে ২ থেকে আড়াই কেজির মতো আদা পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলায় কয়েক বছরের ব্যবধানে বেড়েছে বস্তায় আদা চাষ। শুধুমাত্র সদর উপজেলায় ৩১০০ বস্তায় আদা চাষ করা হচ্ছে। প্রথম দিকে উদ্যোক্তাদের আগ্রহ কম থাকলেও পড়ে থাকা জমিতে কম পরিশ্রমে এ পদ্ধতিতে আদার চাষ করতে পারায় মানুষ এখন আগ্রহী হচ্ছেন। পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় হওয়ায় অনেকেই ঝুঁকছেন বস্তায় আদা চাষে।
কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান টুলু জানান, তিনি প্রথমে ইউটিউবে দেখে বস্তায় আদা চাষে আগ্রহী হন। তার বিভিন্ন ফলের বাগান রয়েছে। স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে তিনি এ বছর ১০০ বস্তায় আদা চাষ করেছেন। আশা করছেন ভাল ফলন হবে। আগামী বছর তিনি ৫০০ বস্তায় আদা চাষ করবেন। ফলন ভাল হলে আগামীতে বাণিজ্যিকভাবে আদা চাষ করার ইচ্ছা রয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার উপ সহকারি কৃষি অফিসার আজহারুল ইসলাম জানান, এ পদ্ধতিতে প্রথমে বস্তায় পরিমাণমতো গোবর ও মাটি এবং ২০ গ্রাম টিএসপি ও ১০ গ্রাম এমওপি সার দিয়ে ১৫-২০ দিন পলিথিন দিয়ে থেকে রাখতে হয়। পরে তাতে বীজ আদা রোপণ করতে হয়। একেকটি বস্তায় তিনটি কন্দ রোপণ করা হয়। এ পদ্ধতিতে আদার চাষ করলে বেশি পরিশ্রম করতে হয় না। শুরুতে বস্তাগুলো প্রস্তুত করে দিলে পরবর্তী সময়ে আর পরিচর্যার তেমন প্রয়োজন পড়ে না। প্রতি বস্তায় খরচ পড়ে মাত্র ৫০ থেকে ৬০ টাকা। ৭-৮ মাসের ব্যবধানে প্রতি বস্তায় ২ থেকে আড়াই কেজি আদা উৎপাদন হচ্ছে। এতে করে কৃষকদের আগ্রহ বাড়ছে। অনেকেই বর্তমানে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন।
নারায়ণগঞ্জ সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. মামুনুর রশিদ জানান, বস্তায় চাষ প্রযুক্তি বর্তমানে টেকসই কৃষির অন্যতম দৃষ্টান্ত। আদা একটি অর্থকরী ফসল। এটি চাষ করে কেউ কখনো লসের সম্মুখীন হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানে আদার চাহিদা রয়েছে।তারা খোঁজ পেলে অগ্রীম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। বস্তায় আদা চাষ বৃদ্ধি পেলে দেশে আদা আমদানীর পরিমাণ কমবে বলে তিনি মনে করছেন।








































আপনার মতামত লিখুন :