News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম |  স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৭:৪৪ পিএম অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

আড়াইহাজারে পরিবেশ আইন ভঙ্গ করে পরিচালিত মেসার্স এ.এম ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ৬ মে উপজেলার শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ উপস্থিত ছিলেন এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী মেসার্স এএম ব্রিকস নামক ইটভাটার কিলন এক্সভেটরের সাহায্যে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

Islam's Group