News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টের বিচারপতির জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী পরিদর্শন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৪৮ পিএম সুপ্রিম কোর্টের বিচারপতির জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী পরিদর্শন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ আদালতের জন্য পর্যবেক্ষণ কমিটি এর ঢাকা-১ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালতসমূহ পরিদর্শন করেন।
বুধবার ৭ মে বিকেল সাড়ে ৩টায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে আসেন।

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী রেজিস্ট্রার মীর মাশহুর আহমেদ।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শন থেকে বিচারপতি জেলা জজ আদালত ভবনের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থরের বিজ্ঞ বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সরকারি কৌশলী, পাবলিক প্রসিকিউটর ও নারী শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর সহ অন্যান্যদের সাথে মত বিনিময় সভা করেন। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। 

মত বিনিময়কালে বিচারপতি দ্রুত মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে লজিস্টিক সাপোর্ট সরবরাহ, যথাযথভাবে সমনজারি ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণসহ উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক সারা দেশের বিচারকগণের উদ্দেশ্যে অভিভাষণে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।

Islam's Group