সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় রায় ঘোষনায় ২৪ ঘণ্টার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের টিস্যু বিক্রেতা বেলাল হোসেন হত্যা মামলায় মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করে।
রায়ে এক আসামির মৃত্যুদণ্ড ও আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পরপরই বুধবার (২৭ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার একটি বিশেষ টিম মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. নাদির ওরফে নাছিরকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌশলি (পিপি) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহকালে সানারপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা বেলাল হোসেনকে টাকা ৬০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে।
এসময় বেলাল হোসেনের সঙ্গে দুষ্কৃতিকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালের নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনায় তার ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :