News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৬:৪০ পিএম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কুমিল্লা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭৫ কেজি পলিথিন জব্দ, হৃদয় স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ২৯ কেজি পলিথিন জব্দ এবং আল-মদিনা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

রোববার ৩১ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং মো. নাহিদের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার্থে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Islam's Group