News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্যানেলের সহসভাপতি প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৯:২২ পিএম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্যানেলের সহসভাপতি প্রার্থী

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী পরিষদ মনোনীত সহ সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা। এখন থেকে সে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিবেন বলে জানিয়েছেন। তিনি মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল এবং মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ।

অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও অ্যাডভোকেট গোলাম মোর্শেদ গালিবের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক আইনজীবী পরিষদ কে বিএনপির বিদ্রোহী প্যানেল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলের বিপক্ষে বিএনপির অপর একটি এই প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শনিবার ২৩ আগস্ট বিকালে নিজ চেম্বারে সাংবাদিকদের ডেকে এই তথ্য জানান তিনি।

এ সময় আনিসুর রহমান মোল্লা বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী নির্বাচন ২০২৫-২৬ সালের সহ-সভাপতি পদে প্রার্থী ছিলাম, যেহেতু আমি আমার প্রাণের দল (বিএনপি) ১৯৯১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি সাথে রাজনীতি করে আসছি। এবং ২০০৩ সাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য হয়ে দীর্ঘ ২২ বছর এই ফোরামের পক্ষে প্রতিটি নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছি। জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম হয়েছে, তার প্রতিবাদে এবার জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ রেজা-গালিব প্যানেলে সহসভাপতি পদে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ ও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাই। কিন্তু আমার নির্বাচন যেহেতু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাহিরে, যার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলীর মাধ্যমে আমাকে দলীয় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর অনুরোধ করা হয়।

তিনি আরো বলেন, “আমি এই বিষয়টি নিয়ে স্থানীয় মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল ও যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সাথে আলোচনা শেষে আমার প্রাণের দল জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের বৃহৎ স্বার্থে আমি সহসভাপতি পদ থেকে সরে দাঁড়ালাম। এবং আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলের পক্ষে সকল প্রকার প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবো। আমার এ সিদ্ধান্তের কারণে কারো কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

Islam's Group