News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ভূমি জরিপের নামে অর্থ বাণিজ্যের অভিযোগে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৭:১১ পিএম ভূমি জরিপের নামে অর্থ বাণিজ্যের অভিযোগে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় ছাত্র-জনতা।

অবরুদ্ধরা হলেন নারায়ণগঞ্জ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল ইসলাম।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুর থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত (নাসিক) ১ নং ওয়ার্ডের হীরাঝিলে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক  স্কুল এন্ড কলেজে অবরুদ্ধ রয়েছে তারা।

জানা গেছে, প্রায় এক মাস যাবত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ডিজিটাল ভূমি জরিপের কাজ শুরু করা হয়েছে। জরিপে জমি ও বাড়িঘর সঠিকভাবে রেকর্ড করে নিতে মালিকপক্ষ সার্ভেয়ারের দারস্থ হোন। তাদের দারস্থ হওয়া সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অংকের অর্থ বানিজ্য ও হয়রানি করে আসছিল অবরুদ্ধ কর্মকর্তারাসহ তাদের বেশ কয়েকজন সহকর্মী। একপর্যায়ে তাদের এমন কৃতকর্মে অতিষ্ঠ ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে থাকা শাহজালাল নামের এক ভুক্তভোগী বলেন, আমার সকল কাগজপত্র সঠিক থাকা সত্বেও আমার কাছে ৮০ হাজার টাকা দাবি করেছিল। একপর্যায়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে ৩০ হাজারে কাজ করিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, এই দেশ সকলের তাই সংস্কারের দায়িত্ব ও সকলের।  আমরা প্রতিবাদ করে যাবোই। ভূমি জরিপের নামে মানুষের ভোগান্তির খবরে আমরা এসে হাতেনাতে ধরেছি। যেখানেই অপরাধ আর দুর্নীতি হবে সেখানেই ছাত্র-জনতা ছুটে যাবে।

ছাত্র-জনতাকে নিয়ে উপস্থিত হওয়া আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফাইন্যান্স কমির প্রধান মীর ছিবগাতুল্লাহ্ তকি জানান, ভূমি জরিপের নামে অসাধু এই কর্মকর্তারা এ থানার বিভিন্ন বাড়ি ও জমি মালিকদের জিম্মি করে মোটা অংকের অর্থ বানিজ্য করে আসছিল। তাদের অপরাধে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা আমাদের ছাত্র-জনতাকে বিষয়টি জানালে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হই। তবে এই দুজনকে আটকাতে পারলেও বাকিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, আমি অবরুদ্ধের খবর জেনে এসআই ওয়াসিম আকরামকে টিম নিয়ে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সেখানেই আছে। বিস্তারিত কিছুক্ষণ পর বলা যাবে।

Islam's Group