ঐতিহ্যবাহী ‘নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের লিফট ছিঁড়ে গেছে, বড় দুর্ঘটনা থেকে বাঁচলো সদস্যরা’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করেছেন নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ। ২৯ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ জানান, গণমাধ্যমে প্রকাশিত 'বড় দুর্ঘটনা থেকে বাঁচলো সদস্যরা, নারায়ণগঞ্জ ক্লাবের লিফট ছিঁড়ে গেছে' শীর্ষক সংবাদটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নারায়ণগঞ্জ ক্লাবের লিফট ছিড়ে গিয়েছিল, যা সঠিক নয় এবং বিভ্রান্তিকর।
প্রকৃত ঘটনা হচ্ছে, ক্লাব ভবনের একটি লিফটের দরজার সঙ্গে যুক্ত একটি সহায়ক স্টিলের তার ছিড়ে যায়, যার ফলে লিফটের দরজায় সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে লিফটটি ব্যবহার করা থেকে বিরত রাখা হয়। লিফটটি ছিড়ে পড়েনি, এবং এর ফলে কোনো সদস্য বা কর্মী আহত হননি বা কোনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটেনি। ক্লাব কর্তৃপক্ষ সব সময় ক্লাবের সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং নিয়মিতভাবে সকল যন্ত্রপাতির মান ও কার্যকারিতা পর্যালোচনা করে থাকে। পরবর্তীতে লিফটের মেকানিকরা এসে সেই তার মেরামত করে গেছেন। বর্তমানে লিফটি'র কার্যক্রম সচল রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আপনার মতামত লিখুন :