News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত মিশুকের ধাক্কায় শিশু মারজিয়ার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:২৫ পিএম সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত মিশুকের ধাক্কায় শিশু মারজিয়ার মৃত্যু

সিদ্ধিরগঞ্জে খেলাধুলার সময়ে ব্যাটারি চালিত মিশুকের ধাক্কায় মারজিয়া (৬) নামের শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় (নাসিক) ৯নং ওয়ার্ডস্থ জালকুড়ি মাইজপাড়ার ফয়েজ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। 

নিহত শিশু শেরপুরের মামুন হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, জালকুড়ি এলাকার মাইজপাড়া এলাকার সড়কের পাশে নিহত শিশুটি খেলাধূলা করছিলেন। এসময় ওই পথ দিয়ে মিশুকটি দ্রুত গতিতে পারাপারের সময়ে শিশুটি দৌড় দিলে ধাক্কা লাগে,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলু বলেন, মিশুকটি যাওয়ার পথে বাচ্চাটি দৌড় দিলে চালক কন্ট্রোল করতে ব্যর্থ হয়। এতেই সজোরে ধাক্কা লেগে পড়ে যায়। মিশুক চালকও গুজরত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Islam's Group