News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সাদরিলের মশক নিধন কর্মসূচি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১০:৫৫ পিএম সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সাদরিলের মশক নিধন কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নাসিক ৫নং  ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, কলাবাগ, ওমরপুরসহ বিভিন্ন স্থানে এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে তা এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেশের প্রত্যেকটি জনগণ যখন সচেতন হবে এবং যার যার বাড়ী-ঘরের আশ-পাশ পরিচ্ছন্ন রাখবে তখন কিন্তু ডেঙ্গুর লার্ভাটা জন্ম নিবে না। এজন্য আমি নিরাপদ থাকব এবং আমার চারপাশে যারা থাকবে তারাও নিরাপদ থাকবে। সকলের নিরাপত্তার জন্যে সবাইকে যার যার দায়িত্ব পালন করলে সকলেই উপকৃত হব।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতয়িতাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন পুলক, সাইবার ইউজার দলের আবদুল জব্বার, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সভাপতি জসিম উদ্দিন বুলবুল, রাশেদুল হক, মিজানুর রহমান মন্জু, থানা ছাত্রদলের মেহেদী হাসান,  ইব্রাহিমসহ প্রমুখ।

Islam's Group