দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ মিশন পাড়া জামে মসজিদের সামনের পুকুর পাড়ে আবর্জনা জমতে জমতে পরিণত হয়েছিল এক বিশাল ময়লার স্তুপ । নিয়মিত পরিস্কার না করার কারণে রাস্তার পাশে থাকা ময়লার স্তুপ দিনে দিনে রুপ নিয়েছে ময়লার ভাগাড়ে, যা পুকুর ছাড়িয়ে চলে এসেছে রাস্তার অর্ধেকাংশ জুড়ে। আশেপাশে কয়েকশত পরিবারের বসবাস। সাধারণ এলাকাবাসীর চলাচল এবং শত শত মুসুল্লী নামাজ আদায়ে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধ, পোকা-মাকড় ও মশা মাছির উপদ্রবে অতিষ্ট সবাই। বৃষ্টির দিনে তো কথাই নেই, পানির সাথে মিশে এই আবর্জনা প্রবেশ করে আশেপাশের বাড়ির আঙিনায়। বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও নেয়া হয়নি কার্যকর কোন ব্যবস্থা। কোন উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশনও। সাধারণের এই ভোগান্তি নজরে আসার পরেই আবর্জনা পরিস্কার ও পরিবেশ উন্নয়নে পদক্ষেপ গ্রহন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল
তার নিজ কর্মী বাহিনী দিয়ে গত ১৬ অক্টোবর পরিচ্ছন্নতা কাজ শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার জমিয়ে রাখা আবর্জনা অপসারণ করেন তিনি। সকাল থেকে ২০ জন কর্মী শুরু করেন এই অপসারণ কাজ।
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মিশন পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. মাহফুজুর রহমান বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, আল্লাহ তায়ালা পাক-পবিত্রতা পছন্দ করেন, এটা ইসলামের বিধান। আমাদের সকলের দায়িত্ব পরিস্কার থাকা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। বাবুল ভাইকে মুসুল্লিদের পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি।
১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ বলেন, একটু বৃষ্টি হলেই এখান দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়ত, নোংরা পানিতে নষ্ট হয়ে যেত মুসুল্লীদের জামা কাপড় । এই আবর্জনা ছিল এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ নাকে কাপড় কিংবা নিশ্বাস বন্ধ না করে এই রাস্তা দিয়ে যাওয়া দুরহ ব্যাপার ছিল । আমাদের বাবুল ভাই এর উদ্যোগে এগুলো পরিস্কার হওয়াতে আমরা এই বিড়ম্বনা থেকে মুক্ত হতে পারব।
পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্বে থাকা প্রাইম ওয়াশিং প্ল্যান্টের ব্যাবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, বাবুল ভাই এর উদ্যোগে এই আবর্জনা পরিষ্কার চলছে, সম্পূর্ণ পরিস্কার না হওয়া পর্যন্ত আমরা এটি চালিয়ে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মো. মাসুম, রাব্বানী, মো. সজল, রাব্বি, আক্তারুজ্জামান, রকি প্রমুখ।








































আপনার মতামত লিখুন :