News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

জনপ্রিয় কাউন্সিলরদের পাশে চায় এমপি প্রার্থীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১১:০৩ পিএম জনপ্রিয় কাউন্সিলরদের পাশে চায় এমপি প্রার্থীরা

শহর ও বন্দর এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের ১৭ টি ওয়ার্ড নারায়ণগঞ্জ ৫ আসনের অন্তর্ভুক্ত। তাই আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শহর বন্দরের জনপ্রিয় সাবেক কাউন্সিলরদের নিজেদের পাশে চান নির্বাচন করতে ইচ্ছুক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে বিএনপি থেকে যারা নির্বাচন করতে আগ্রহী তারা নানান ভাবে চেষ্টা করছেন জনসম্পৃক্ততা বেশি এমন ব্যক্তিদের পাশে রাখার। বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের আগ্রহী নেতাদেরও নজর রয়েছে এখানে। গত বছর অপসারন হওয়া কিছু কিছু জনপ্রতিনিধি ইতিমধ্যে প্রভাবশালী এমপি প্রার্থীদের সাথে মাঠে নেমে পড়েছেন।

অন্যদিকে, শহর অঞ্চলের এমন বেশ কয়েকজন সাবেক কাউন্সিলর রয়েছেন যারা তাদের ওয়ার্ডে বার বার নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছে। তবে তারা এখনো কারো সাথে যুক্ত হয়নি বা কাউকে সমর্থন দেননি। বিএনপি ৫ আসনে যাকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করবেন তার পক্ষ্যে অধিকাংশ সাবেক কাউন্সিলর সরাসরি ও গোপনে কাজ করবেন বলে ধারনা করছেন অনেকে।

জানা গেছে, বন্দরের সাবেক দুই কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহম্মেদ ভূঁইয়া এখন থেকেই ৫ আসনের বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক সাবেক এমপি আবুল কালামের সাথে মাঠে নেমে পড়েছেন। বন্দরের আরো এক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা আবু কালামের একমাত্র ছেলে। ফলে তিনি শুরু থেকেই কালামের পাশে আছেন। বিএনপি থেকে নির্বাচন করতে আগ্রহী এই আসনের আরো এক বিএনপি নেতা মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। তার সাথে শওকত হাসেম শকু এবং অহিদুল ইসলাম ছক্কুর মতো সাবেক কাউন্সিলরদের কাজ করতে দেখা যাচ্ছে।

তবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভাষ্য, শহরের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সাবেক নারী সংরক্ষিত কাউন্সির এবং সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা এখনো সরাসরি কারো সাথে যুক্ত হননি। কিন্তু এরা ভোটের মাঠে বড় ফেক্টর হতে পারেন।

কারণ স্থানীয়ভাবে অসিত, খোরশেদ ও বিভার অবস্থান বেশ ভালো। শহরের ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কর্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা মনিরুজ্জামান মনির, ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না বর্তমানে হত্যা মামলায় জড়িয়ে পলাতক রয়েছেন। তাই আগামী নির্বাচনে তাদের গুরুত্ব অনুভব করছেন না কেউ। 

Islam's Group