News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ফতুল্লায় মদিনা বেকারি ও এম.এস ফার্মেসিকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:২৭ পিএম ফতুল্লায় মদিনা বেকারি ও এম.এস ফার্মেসিকে জরিমানা

ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বাজারে ফার্মেসি ও বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ২৭ অক্টোবর দুপরে ফতুল্লা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযানে এম এস মেডিসিন সেন্টার নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহাসিনকে ১০, হাজার টাকা জরিমানা করা হয় এবং মদিনা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, রুটি, বিস্কুট তৈরি করাসহ সরকার অনুমোদিত বেকারি চালানোর কাগজপত্র না দেখাতে পড়ার কারণে মালিক মোস্তফাকে ১০হাজার টাকা জরিমানা করাসহ তাকে পণ্যের মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যামোনিয়া বাইকার্বোনেট-এর সঠিক ব্যবহার নিশ্চিত করা, শুধু অনুমোদিত ফুড গ্রেড কালার ব্যবহার করা এবং মোড়কজাতকরণের সকল নিয়ম মেনে চলা। এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন কৃষি বিপণীয় কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকার। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

অভিযান পরিচালনার শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানায়, ফতুল্লা বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Islam's Group