News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ডিসির নামে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:২১ পিএম ডিসির নামে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পরিচয় ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির থেকে চাকরি প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রিয়াজ হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার দখল থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় তাকে ৭ দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত ৪ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোহাম্মদ কামরুল ইসলাম ফতুল্লা থানা একটি অভিযোগ দায়ের কনের।

অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটঅ্যাপ ও ট্রুকলারে ডিসি নারায়ণগঞ্জ নামে আইডি খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করে আসছিল।

অভিযোগের পর জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে নগরীর খানপুর থেকে প্রতারক রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Islam's Group