নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শহরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের একার নয়। এই শহর আমাদেরই। তাই এর দায়ভারও আমাদের সবাইকেই নিতে হবে। নাগরিক হিসেবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলেই নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও যানজটমুক্ত নগরীতে রূপ দেওয়া সম্ভব।
শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মডেল গ্রুপের সম্মিলিত উদ্যোগে শহরের দীর্ঘদিনের যানজন নিরসনে এই স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, যানজট নিরসনে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। নিয়ম মেনে যানবাহন চলাচল, অবৈধভাবে রাস্তা দখল বন্ধ এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিশ্চিত করা গেলে শহরের বড় সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করা জরুরি। একই সঙ্গে ট্রাফিক পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সোহেল আশাবাদ ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই শহরটি একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।



































আপনার মতামত লিখুন :