News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

কাঁটাবনে আজাদ ফিশারিজের নতুন শোরুম উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৯ পিএম কাঁটাবনে আজাদ ফিশারিজের নতুন শোরুম উদ্বোধন

রাজধানীর ঢাকার কাঁটাবন মার্কেটে উদ্বোধন হয়ে গেল আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের লিমিটেডের সহযোগী অন্যতম প্রতিষ্ঠান আজাদ ফিশারিজের দ্বিতীয়তম আউটলেট।

শুক্রবার রাতে ফিতা, ও কেক কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজিব।

রাজিব বলেন, আজাদ ফিশারিজ সারাদেশে হোলসেল এবং অনলাইন এক্সক্লুসিভ রঙিন মাছ ক্রেতাদের দিয়ে থাকে। এখন ক্রেতাদের চাহিদার কারণে এই আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের চাহিদা আরো অনেক বেশি আছে সামনে আরো শোরুম করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

কাঁটাবন মার্কেটের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজীব।

এ সময় আরো উপস্থিত ছিলেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত সহ অনেকেই।

আজাদ ফিশারিজ প্রধান ব্রাঞ্চ নারায়ণগঞ্জে, এখান থেকে ২০১৯ সাল থেকে পরিচালনা হয়ে আসছে। আজাদ ফিশারিজের প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাজীব জানান, আজাদ ফিশারিজ সারাদেশে হোলসেল এবং অনলাইন এক্সক্লুসিভ রঙিন মাছ ক্রেতাদের দিয়ে থাকে। এখন ক্রেতাদের চাহিদার কারণে এই আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের চাহিদা আরো অনেক বেশি আছে সামনে আরো শোরুম করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই শোরুমে পাওয়া যাবে মাছের খাবার, এক্সেসরিজ, অফিস কিংবা বাড়িঘর, গার্ডেনিং যে কোন সুন্দরীর জন্য ডেকোরেশন করে মাছের ট্যাংক করতে চায় তাও করে দেয়া সম্ভব।

প্রতিষ্ঠানটির দায়িত্ব তো ম্যানেজার সাব্বির হাসান জানান, সব থেকে বেশি ভেরিয়েশনের রঙিন মাছ এই প্রতিষ্ঠানে রয়েছে। বাংলাদেশ সরকার তথা মৎস অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী, যে মাছগুলো অনুমোদন আছে সেগুলোই ইমপোর্ট করা হয়। ৫০ টাকা থেকে ৫ লাখ টাকা দামের পর্যন্ত মাছ রয়েছে এখানে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group