নগরীর ফুটপাটে অবৈধ হকার, সিটি কর্পোরেশন থেকে ড্রেনেজ নির্মাণ কাজ সহ নানা কারণে সংকুচিত হয়েছে চলাচলের রাস্তা। প্রতিদিন নগরীতে যানজট একটি নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় অভিযোগ তুলেছেন এই যানজটের কারণে প্রতিনিধি নগরীতে শত শত কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই সমস্যা থেকে কিছুটা স্বস্তি পেতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও বিকেএমইএ এর উদ্যোগে নতুন করে যানজট নিসরণের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার নগরীর এই যানজটকে ভয়াবহ সমস্যা বলে উল্লেখ করেছিলেন। এমতাবস্থায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শনিবার চাষাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কের প্রবেশ মুখে রশি টানিয়ে দেওয়া হয়। যাবে করে এই সড়কে ভারী যানবাহন প্রবেশ করতে না পেরে। সেই সাথে লাল কাপড়ে সাদা রঙে লিখে দেন বাস ট্রাক কাভার্টভ্যান প্রবেশ সম্পূর্ন নিষেধ।
কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করেই এই পথে মাল বোঝাই ট্রাক প্রবেশের চেষ্টা করে। বাংলাদেশ পুলিশের জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত ঢাকা মেট্রো-ট ১৩৪২৫৩ নাম্বারের ট্রাকটি জোর করে প্রবেশের চেষ্টা করে। এ সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োজিত কর্মী বাধা দিলেও ট্রাকের চালক প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ দৃশ্যের ভিডিও ধারণ করা হলে পরবর্তীতে সে ট্রাক চালক আর বঙ্গবন্ধু সড়কে ট্রাকটি প্রবেশ না করিয়ে সেখান থেকে ট্রাকটি ঘুরিয়ে পুলিশ লাইন্সের দিকে চলে যায়।





































আপনার মতামত লিখুন :