নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১১নং ওয়ার্ড এর খানপুর পোলস্টার ক্লাব সংলগ্ন রাস্তার স্লাব উঠিয়ে ড্রেন পরিষ্কার করে ড্রেনের ময়লা যত্রতত্রভাবে ফেলে রেখেছে সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্নতা কর্মীরা।
এমন অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসিক ১১নং ওয়ার্ড এর খানপুর পোলস্টার ক্লাব সংলগ্ন রাস্তার ড্রেনগুলোর স্লাব উঠিয়ে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়েছে। এবং ড্রেনের ময়লা রাস্তাতেই ফেলে রাখা হয়েছে। রাস্তাটি আগে থেকেই সরু। এর উপর স্লাব উঠানো ও ময়লা থাকায় রাস্তাটি আরো সরু হয়ে যায়। ফলে রাস্তায় একটি রিক্সা থাকলে পায়ে হাঁটার জায়গাও অবশিষ্ট থাকে না। ময়লাগুলো প্রচন্ড দুর্গন্ধযুক্ত হওয়ায় দম বন্ধ করে রাস্তা পারপার করতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।
ময়লা ভেজা হওয়ায় এই রাস্তা স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে। এক কথায় এই রাস্তা সংলগ্ন সম্পূর্ণ এলাকার পরিবেশ দূষিত হচ্ছে ড্রেনের ময়লা গুলো যততত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায়। বাতাসে ভাসছে তীব্র দুর্গন্ধ। এছাড়াও ভাসছে রোগ জীবানু। যা এই রাস্তার আশেপাশে বসবাসরত আমজনতার ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
ওই রাস্তার পাশের একাধিক বাসিন্দা জানায়, ময়লার জন্য সৃষ্ট দুর্গন্ধ আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তবে ড্রেনের ময়লা পরিষ্কার না করলে ড্রেনেজ ব্যবস্থারও অবনতি ঘটবে। কিন্তু ড্রেনের ময়লা উপরে উঠিয়ে এভাবে ফেলে রাখলে তো জমে থাকা ময়লার ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। আমাদের সন্তানেরা পোলস্টার ক্লাবের মাঠে খেলতে যায়। তাদের বল বাইরে আসলেই তা স্লাব বিহীন ড্রেনে গড়িয়ে পড়ে। তা উঠাতে গিয়ে তাদের সারা শরীরে ময়লা লেগে হাহাকার একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। একটা রিক্সা ঢুকলে হাঁটার জায়গাও অবশিষ্ট থাকছে না।
নাসিক ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম জানায়, ড্রেনের ময়লা পরিষ্কার হয়েছে বেশিদিন হয়নি। ময়লাগুলো এখনও ভেজা অবস্থায় আছে। শুকিয়ে গেলেই দুই একদিনের মধ্যেই ময়লা দ্রুত অপসারণ করা হবে।





































আপনার মতামত লিখুন :