News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জে ৯ চেকপোস্টে তল্লাশি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১৩ পিএম নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জে ৯ চেকপোস্টে তল্লাশি

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সাথে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৩ ডিসেম্বর শনিবার থেকে এই নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে ৭টি থানা এলাকায় ৯টি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সদর থানা এলাকায় চর সৈয়দপুর শীতলক্ষ্যা ব্রিজের সম্মুখে, ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায়, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল ডেমরা রাস্তার মাথায়, বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড, রূপগঞ্জ থানায় বালু ব্রিজ এবং সোমু মার্কেট, আড়াইহাজার থানার বান্টি বাজার এবং রামচন্দ্রদী ব্রিজের উপর, সোনারগাঁ থানার মেঘনা টোল প্লাজার সামনে চেক পোস্ট বসানো হয়েছে।

জেলার ৭টি থানার মধ্যে আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় দুইটি করে এবং অন্য থানা এলাকা গুলোতে একটি করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানও ত্বরান্বিত করা হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group