News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৬ পিএম জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত অক্টোবর মাসে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ট্যালেন্টপুল, সেকেন্ড গ্রেড ও জেনারেল গ্রেডে মোট ৩৬২ জন বৃত্তি পেয়েছেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান এবং প্রধান আলোচক হিসেবে লেখক ও গবেষক আহসান হাবিব ইমরোজ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, সবাইকে ভালো মানুষ হতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। এজন্য ধর্মের কাছে যেতে হবে। ধর্ম ছাড়া মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া সম্ভব নয়। সৃষ্টিকর্তা সবকিছু দেখেন এগুলো বিশ্বাস করতে হবে। ধর্ম কখনও উন্মাদনা শেখায় না। সবাইকে মানবিক হতে হবে। তাহলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মো. ইসমাইলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক আব্দুল মোমিন ও নির্বাহী পরিচালক আরিফুল ইলসাম প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃত্তি কার্যক্রম ফাউন্ডেশনের অন্যতম প্রধান প্রকল্প, যার মাধ্যমে শত শত শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং হচ্ছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group