News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:১১ পিএম নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ

মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক ফুটবল টার্ফে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রাতরাশের আয়োজন করেন শুভসংঘের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলিনূর হোসেন (শামীম) এবং সহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ আকাশ।  

আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ ধরণের আয়োজন করা হয়। খেলায় সভাপতি ও সেক্রেটারী একাদশ দুটো টিমে ভাগ হয়ে এই খেলা হয়। এতে সেক্রেটারী একাদশ ৪-২ গোলের ব্যবধানে সভাপতি একাদশকে পরাজিত করেন। দলের পক্ষে দুটো গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী অ্যাডভোকেট কাজী মামুন।  

সেক্রেটারী একাদশ হয়ে খেলায় অংশগ্রহণ করেন কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মান্নান, সহ-সভাপতি কামাল হোসেন কালিম, প্রদীপ কুমার দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ আকাশ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ ডোনার, সাংবাদিক শাহজাহান দোলন, আয়াজ রেজা আরজু, সিয়াম।  

সভাপতি একাদশ হয়ে খেলায় অংশগ্রহণ করেন শুভসংঘের সভাপতি অ্যাডভোকেট এমএসও মনির, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, এরশাদুজ্জামান ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলিনূর শরীফ (শামীম), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, সদস্য অ্যাডভোকেট শিবু কুমার, সাংবাদিক আশরাফুল ইসলাম নিরব, ফুয়াদ হাসান।  

বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলিনূর শরীফ শামীম বলেন, শুভ কাজে বসুন্ধরা শুভসংঘ সবার পাশে থাকে। সেই লক্ষ্যে এবং বিজয় দিবস উপলক্ষ্যে আজ আমাদের এই আয়োজন। এতে করে নিজেদের মধ্যে সৌহার্দ্যমূলক আচরণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ আকাশ বলেন, এই খেলার মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মকে একটি বার্তা দিতে চাই, ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত না হয়ে, অযথা সময় না করে খেলাধুলায় চর্চা করে। এতে করে কাজে ও পড়াশোনা মন বসবে।

সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। দৈনন্দিন জীবনের কর্মচাঞ্চল্য বৃদ্ধি করে। আমরা মনে করি, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। এর মাধ্যমে আমরা আরও নবউদ্যামে মানুষের পাশে থাকতে পারবো।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group