আওয়ামীলীগ সরকার আমলে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন হত্যা সহ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহত একাধিক মামলা আসামী হয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক দুইবারের এমপি ও জাতীয় পার্টি (এরশাদ-কাদের) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খোকা এমপি না থাকলেও তিনি ওসমান পরিবারের দয়ায় দুই এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। গত ১৭ মাসে লিয়াকত হোসেন খোকা গ্রেপ্তার না হয়ে রাজধানী ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে সক্রিয় ছিলেন। এবার বৈষম্যবিরোধী হতাহত মামলার আসামী হয়েও নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা।
আওয়ামীলীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে প্রাকাশ্যে খোকাকে দেখা যায়নি। এমনকি তার নির্বাচনী এলাকা গেলেও প্রকাশ্যে কম দেখা গেছে। শহরের আমলাপাড়া তার বাড়িতে নেতা-কর্মীদের আনাগোনা কম থাকলেও খোকা রয়েছেন ঢাকায় কেন্দ্রেভিত্তিক রাজনীতিতে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীর ঘোষনা পর থেকে লিয়াকত হোসেন খোকা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি, বন্দর উপজেলা পরিষদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ-৫ শহর-বন্দর আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছেন। তার সাথে স্ত্রী মোসাম্মৎ নারগিস আক্তারও মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে। আওয়ামীলীগ সরকার আমলে মাকসুদ হোসেন ওসমান পরিবারের দয়ায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে একাধিবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগ করে পরবর্তিতে ২০২৪ সালের ৮ মে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ওই সময়ে ওসমান পরিবারের মেজ ছেলে তৎকালীন এমপি সেলিম ওসমানের রক্তচক্ষু অপেক্ষা করে তিনি নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন।
মাকসুদ হোসেন চলতি বছরের ৫ মার্চ ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় হাইকোর্ট থেকে এক বছরের জামিন পেয়ে ১৭ এপ্রিল মুক্তি পান। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে বন্দর উপজেলা এলাকা ও শহরে গনসংযোগ করে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে পত্মী নারগিস আক্তারও গণসংযোগ করে যাচ্ছেন প্রতিনিয়ত।


































আপনার মতামত লিখুন :