News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ফতুল্লায়  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৮ পিএম ফতুল্লায়  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানার কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার মধ্যরাতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নূর হোসেন মৃত সেকেন্দার আলী মিয়ার ছেলে। তিনি কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। থানা সূত্র জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে।

তথ্যমতে  বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের সময় তিনি আজমিরি ওসমানের অন্যতম ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group