News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

পরিচর্যার অভাবে এক লাখ গাছ মৃতপ্রায়; পরিচর্যার তাগিদ সোহেলের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৪ পিএম পরিচর্যার অভাবে এক লাখ গাছ মৃতপ্রায়; পরিচর্যার তাগিদ সোহেলের

নারায়ণগঞ্জকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে “নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা” এই শ্লোগানকে সামনে রেখে জেলার সাবেক জেলা প্রশাসকের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্য, যথাযথ পরিচর্যার অভাবে রোপণকৃত এসব গাছের বড় একটি অংশ বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গাছকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং তদারকি অত্যন্ত জরুরি। এই গাছগুলো আমাদের পরিবেশের জন্য অপরিহার্য। গাছ বাঁচলে আমরা বাঁচবো।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, প্রতিটি নাগরিক যদি তার আশপাশে রোপণকৃত একটি বা দুটি গাছের পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে। মনে রাখতে হবে, প্রশাসক পরিবর্তন হতে পারে, কিন্তু এই গাছগুলো আমাদের মাঝেই রয়ে যাবে। এর সুফলও আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ভোগ করবে।

তিনি আরও জানান, বৃক্ষ পরিচর্যার জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মালি নিয়োগ দেওয়া হয়েছে। তবে জেলার সর্বত্র রোপণকৃত গাছগুলোর পরিচর্যা কেবল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষে এককভাবে করা কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে তিনি সিটি করপোরেশন, জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে রোপণকৃত বৃক্ষের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে সত্যিকার অর্থে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সরকার, ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিক সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে তিনি সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group