News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

কামাল সাহেব নির্যাতনের পরও একচুল নড়েনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০৩ পিএম কামাল সাহেব নির্যাতনের পরও একচুল নড়েনি

পরিবেশবাদী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকে নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমাদের নারায়ণগঞ্জের কামাল ভাই (এটিএম কামাল) আছেন, ত্যাগী মানুষ। এমন একদিন ছিলো কামাল সাহেব অনেক নির্যাতনের পরও একচুল নড়েনি। সেগুলো আমাদের সকলের চোখে দেখা। পরিবেশে জন্য অনশন করেছেন শহীদ মিনারে দিনের পর দিন। নারায়ণগঞ্জে তিনি আবার ফিরে এসেছেন, তাকে অবশ্যই স্বাগত জানাবো।

২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বৈশাখী টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

পরিবেশবাদী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, গত ছয় বছর যাব আমেরিকা বসবাস করি। এর মধ্যে ৭ বার দেশে এসেছি। এসময় একটি র‌্যালি করেছিলাম, সেই রাতে জঙ্গিদের মত আমার বাড়িতে অভিযান চালায়। যেটা নিয়ে পুরো এলাকা আলোচনা সৃষ্টি হয়। তখন আমাকে বাসা থেকে টেনে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। তখন বাংলাদেশ এখন বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। রাতে নয় ভরে ঘুমাতে পারি। ফ্যাসিষ্ট সরকার যেভাবে মানুষ ভোগান্তি করেছে, সেগুলো বলে শেষ হবে না।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group