দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন শহরের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে শহরের রেলস্টেশন, লঞ্চঘাট, নিতাইগঞ্জ, আলামিন নগর, ডিয়ারা, শহীদ নগর, তামাকপট্টি, পাক্কা রোড এবং বাবুরাইল লেকপাড় এলাকা ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেনকরেন তিনি। এ সময় তাদের মুখে স্বস্তির ছাপ দেখা যায়।
বিভা হাসান বলেন, “শীত মৌসুম এলেই সবচেয়ে বেশি কষ্টে পড়ে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। রাতে খোলা আকাশের নিচে থাকা মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। সামর্থ্যের মধ্যে থেকে এই শীতার্ত মানুষদের কিছুটা হলেও উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে হলে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগেই শীতার্তদের কষ্ট লাঘব করা সম্ভব।”
এ সময় স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা কম্বল বিতরণে সহযোগিতা করেন এবং শীতার্ত মানুষদের চিহ্নিত করে সুশৃঙ্খলভাবে সহায়তা পৌঁছে দেন।






































আপনার মতামত লিখুন :