News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সাংবাদিকদের পাশে চেয়েছেন হোসিয়ারী সভাপতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:৩৮ পিএম সাংবাদিকদের পাশে চেয়েছেন হোসিয়ারী সভাপতি

সাংবাদিকদের পাশে চেয়েছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।

৫ জুলাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, এখানে আমার অনেক প্রিয় মানুষ উপস্থিত আছেন। অধিকাংশের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। আপনাদের সঙ্গে এই বন্ধন আজীবন থাকবে সেটাই প্রত্যাশা করি। আপনাদের নির্বাচনটা আমার ভালো লেগেছে। আমাদের নির্বাচনটাও আপনারা দেখেছেন। এমন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কমই দেখা যায়। নির্বাচনে যেই জিতুক কোনো সমস্যা নাই। তবে সুষ্ঠু একটা নির্বাচন হলে মানুষের মধ্যে স্যাটিসফাইড কাজ করে।

নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ উপস্থিত সাংবাদিক বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি দাবি সাথে একমত পোষন করেন।

উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রনব কৃষ্ণ রায়।

নবনির্বাচিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মিজানুর রহমান, পারভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, মনির হোসেন, দুলাল মল্লিক, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান।

সভাপতি বদিউজ্জামান বদু আরো বলেন, কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে চাঁদা দাবি করে মারধর করে। সপ্তাহের শেষ দিনে বিল পেয়ে বাড়ি ফেরার পথে প্রায়ই হোসিয়ারি শ্রমিকরা ছিনতাইকারীর কবলে পড়ে থাকে। এর প্রতিবাদে ইতোমধ্যে আমরা লাঠি ও বাঁশি নিয়ে মিছিল করেছি। শহরের প্রতিনিয়ত যানজটের কারণে আমাদের হোসিয়ারি শিল্পতে ধ্বস নেমেছে। স্থানীয় ও দূরদূরান্ত থেকে হোসিয়ারি পোশাক আনা নেয়া সময় দীর্ঘ সময়ে যানজটে পড়তে হয়। শহরের প্রধান প্রধান সড়ক সহ শাখা সড়কগুলোতে হকারদের উপচে পড়া ভিড় দেখা যায়। যার কারণে জনসাধারণ চলাফেরা করতে পারে না নগরবাসী। আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের আহবান জানায়, এগুলো নিয়ে লিখুন প্রশাসনকে যেন ব্যবস্থা নেয়। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া নারায়ণগঞ্জ শহর সুন্দর করে গড়ে তোলা যাবে না।

Islam's Group