News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা গ্রেফতার দাবি 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৯:৪৩ পিএম ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা গ্রেফতার দাবি 

৩ জুলাই  বৃহস্পতিবার গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের বন্দর থানার (উত্তর) সভাপতি ডা. মো. মামুনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২ জুলাই দিবাগত রাতে বন্দরের আমিরাবাদ এলাকায় স্থানীয় মাদকসেবীদের মাদক গ্রহনে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ডা. আব্দুল্লাহ আল মামুনের উপর ক্ষিপ্ত হয়ে নৃসংশ হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। বুধবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি এই হামলার শিকার হন। কিছুদিন পূর্বে তাদের একই দলের মহানগর কমিটির সহ-সভাপতির উপরও হামলার ঘটনা ঘটে। 

নেতৃবৃন্দ শংকা প্রকাশ করে আরও বলেন, এই সকল ঘটনা যেমন একদিকে উদ্বেগের তেমনি একইসাথে নগরবাসীর নিরাপত্তার প্রশ্নটিকেও সামনে আনছে। মাদকের ভয়াবহতা মহামারির আকার ধারন করেছে। মাদক থেকেই সামাজিক উশৃংঙ্খলতা, পারিবারিক কলহ সহ কিশোর গ্যাং এর মতো ঘটনাগুলো ঘটছে। পূর্বে ঘটনার রেশ ধরে খুনের মতো ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। এখনই এসবে রাশ টেনে না ধরা গেলে যুবসমাজের অবক্ষয়ের পাশাপাশি ত্রাসের রাজত্ব কায়েম হবে। জেলা প্রশাসক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ব্যাক্তিবর্গের সাথে বৈঠক করে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বললেও তা খুব বেশি দৃশ্যমান হয়নি। আমরা এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আহ্বান জানাই৷ একইসাথে ইসলামি আন্দোলনের নেতা ডাঃ মোঃ মামুনের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

Islam's Group