News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আইনজীবী সমিতিতে নবনির্বাচিতদের বদুর শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:১৬ পিএম আইনজীবী সমিতিতে নবনির্বাচিতদের বদুর শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের ৮নং রুমের সদস্যবৃন্দ ও হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বদুর নেতৃত্বে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান।

এসময় বদিউজ্জামান বদু বলেন, আমাদের এলাকার বড় ভাই হুমায়ুন ভাই ও আনোয়ার ভাইকে আমি নির্বাচিত হওয়ায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমি বিশেষভাবে সাখাওয়াত ভাইকে ধন্যবাদ জানাই। তিনি এই নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Islam's Group