News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চালকদেরও প্রশিক্ষিত হতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫৮ পিএম প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চালকদেরও প্রশিক্ষিত হতে হবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ শাদউদ্দিন আহমেদ বলেন, “চালকদের জন্য আন্তর্জাতিকমানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে। প্রতি প্রশিক্ষণার্থীকে ১৮হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে। প্র্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও পোশাক নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।”

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা প্রকল্পের বাস্তবায়নে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ হিসেবে পরিচয় দেওয়া একজন নাগরিকের চার কাজের প্রথম কাজ হচ্ছে সংবিধান ও অন্যান্য আইন সম্পর্কে জানা। দ্বিতীয়ত, ডিসিপ্লিন মেইনটেইন করা। তৃতীয়ত, সরকারি দায়িত্ব পালন করা। আর চতুর্থত হচ্ছে, সরকারি সম্পত্তি রক্ষা করা। সড়কে শৃঙ্খলা আনতে হলে ধারণক্ষমতা অনুযায়ী গাড়ি চলাচল করতে হবে। অন্যথায় আমার মতোন আরও ১০জন চেয়ারম্যান দায়িত্ব নিলেও সমস্যার সমাধান হবে না। আমরা যদি মতভেদ ভুলে গিয়ে সড়ককে নিরাপদ করতে পারি তাহলে আমরা ঝরে যাওয়া মানুষগুলোকে নিস্তার দিতে পারবো। আপনারা যদি বিআরটিএতে কোনো অনিয়ম দেখেন তাহলে আমাকে বলতে কার্পণ্য করবেন না। কারণ আমরা আপনাদের সেবা দিতে বাধ্য। এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার দায়িত্ব। ”

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মো. মশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় বক্তব্যে বক্তারা তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৩ হাজার ৪৬৬টি দুর্ঘটনায় ৩ হাজার ৩২৩ জন নিহত এবং ৪ হাজার ১২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় একই সময়ে ১০০টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এর অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক-হেলপার, চাকরির অনিশ্চয়তা এবং বিরতিহীন ড্রাইভিংকে দায়ী করা হয়।

 

প্রসঙ্গত গ্রিন আমব্রেলা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে ৫৪ জন বেসরকারি গাড়িচালক ও ৫২ জন হেলপারকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি ৫টি কোম্পানির ২১৬ জন চালক ও ৭৬ জন হেলপারের তথ্যভিত্তিক ডাটাবেইজ তৈরি করা হবে। এছাড়া চালকদের ব্লাড গ্রুপ নির্ণয়, চালক ও হেলপারদের পৃথক ইউনিফর্ম প্রদান এবং প্রয়োজনীয় তথ্য সম্বলিত আইডি কার্ড প্রদান করা হবে।

Islam's Group