সমাজের অবহেলিত এবং অস্বচ্ছল জনগোষ্ঠীকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্দেশ্যে ুতাকওয়া” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ করা হয়। এলাকার কিছু উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে সংগঠনটি গঠন করার পরিকল্পনা করে।
১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলাধীন সাবদী বাজারে প্রথম মাসিক সভার উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে সংগঠনের নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে আলোচনা পর্যালোচনান্তে অনুমোদন করা হয়।
যার লক্ষ্য হচ্ছে কুরআন-সুন্নাহ এর আলোকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ সাধন। উদ্দেশ্য হচ্ছে সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক বা কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করা। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”
তাকওয়া সামাজিক সংগঠনকে পরিচালনার জন্য ২ বছর মেয়াদী ২০২৬-২০২৭ এর জন্য দায়িত্ব প্রদান করা হয়। সভাপতি-মোঃ আবুল বাশার খান, সহ-সভাপতি-মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক-মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মোহাম্মদ ইউসুফ খান, অর্থ সম্পাদক-মোঃ সুমন, সমাজকল্যাণ সম্পাদক-মোঃ আবু রায়হান, সহকারী সমাজকল্যাণ সম্পাদক-মোহাম্মদ রিপন মোল্লা, প্রচার সম্পাদক-মোঃ ওমর ফারুক, এবং কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, আব্দুর রহিম সেন্টু, মোহাম্মদ রাকিব, জাকির হোসেন রনি








































আপনার মতামত লিখুন :