নারায়ণগঞ্জে সরকারি পরিবহন বিআরটিসির দোতলা (ডাবল-ডেকার) বাসের চাপায় ৫৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (এসআই) আসিফ হোসেন।
নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে।
ইমরান ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আসিফ বলেন, মোটরসাইকেল আরোহী নিজে বাহনটি চালিয়ে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। জালকুড়ির এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড কারখানার সামনের সড়কে দ্রুতগামী বিআরটিসির দোতলা বাসটি পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কের উপর পড়ে যান।
কিন্তু চালক বাসটি না থামিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।”
পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।








































আপনার মতামত লিখুন :