News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বন্দরে খুন, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৫, ১১:২৫ পিএম বন্দরে খুন, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কুদ্দুস মিয়া (৬০)। তিনি ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকার বাসিন্দা।

শনিবার ২১জুন রাত ৯টায় বন্দরের শাহী মসজিদ এলাকায় সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাড়ির সামনে এ হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর শাহী মসজিদ হাফিজীবাদ এলাকায় সাবেক কাউন্সিলর ও বহিস্কৃত বিএনপি নেতা হান্নান সরকারের রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপ আধিপত্য বিস্তারে গত ২ দিন যাবৎ মহড়া দেয়। শুক্রবার অটোরিক্সা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয় গ্রুপের কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই গ্রুপের ৮ জন আহত হয়।

শনিবার রাতে সংঘর্ষের সময়ে আবদুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিএনপি নেতা হান্নান সরকার সহ তার বাহিনীর সদস্যরা।

এদিকে হত্যার পর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। পরিস্থিত নিয়ন্ত্রণে বিপুল সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Islam's Group