নারায়ণগঞ্জের বন্দরে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার উদ্যোগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তরের স্বপ্ন দ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ১৬ জুলাই বন্দর প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা , দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে ও বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর প্রেস ক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা আতাউর রহমান, বন্দর প্রেস ক্লাবের সহ সভাপতি ও স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপু, বন্দর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ., উপদেষ্টা সরদার মো. আলীম, কবির হোসেন, বন্দর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব, অর্থ সম্পাদক ও বন্দর স্বজন সমাবেশের সহ সভাপতি লতিফ রানা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, নাসিরউদ্দিন, জিএম মজনু, হৃদয় হোসেন জয়, মাওলানা নোমান আল কাদরী, ইফাত আলম সাকিব , শাহিন মিয়া, কবি সিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ব্যবসায়ী সমাজের আইকন। তিনি দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে ৪১টি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে কয়েক লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা আজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এ সময় দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথিরা। শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা নোমান আল কাদরী।
আপনার মতামত লিখুন :