বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্ব বাছাইয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুছাপুর ইউনিয়ন। ইউনিয়নের পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য সেবা এবং পুষ্টি সেবা কর্মসূচি উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করায় এ পুরস্কার প্রদান করা হয়।
সোমবার ১৪ জুলাই বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুল ইসলাম মিঞা মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে এই কর্মসূচিতে অংশ নেওয়া মাঠ পর্যায়ের আরো তিনজন কর্মীকে পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ.এফ.এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।
সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার পূর্বে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, যারা পুরস্কৃত হয়েছেন তাদের কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেলো। আগামীতেও আপনারা এই ধারা আরো ভাল ভাবে অব্যাহত রাখবেন। পাশাপাশি যারা পুরস্কৃত হতে পারেননি তারাও চেষ্টা করবেন আগামী বছর যেন এই শ্রেষ্ঠত্বের পুরস্কার আপনাদের কাজের মাধ্যমে অর্জিত হয়।
পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন। যারা আমাদের পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সেবা কর্মী, গ্রাম পুলিশ, পরিষদের কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এমন একটি পুরস্কার অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। সেই সাথে আমার ইউনিয়নবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন্য।
আপনার মতামত লিখুন :