নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোহাম্মদ আনারুল (২৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের মেঘনা নদীর শাখা হাড়িদোয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনারুল আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।








































আপনার মতামত লিখুন :