News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপির যুগ্ম আহ্বায়ক আনুর বাসায় টিপু 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:৫৯ পিএম ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপির যুগ্ম আহ্বায়ক আনুর বাসায় টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডনচেম্বারের বাসভবনে ছুটে যান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

তিনি আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

তিনি বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা হিসেবে আনু সবসময় দলের স্বার্থে কাজ করে গেছেন। 

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব,

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা আব্দুল্লাহ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।

সবার উপস্থিতিতে আনোয়ার হোসেন আনুর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধরে সাহস রাখার অনুরোধ জানানো হয়।

 

Islam's Group