নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় ভাই কর্তৃক আপন ছোট ভাইয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মো. হাকিম নামের এক প্রবাসী তার নিজ বড় ভাইদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন।
এ ঘটনায় হাকিমের স্ত্রী জাহানুর বেগম (২৫) বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো ভুক্তভোগী হাকিমের বড় ভাই জজ মিয়া (৪০),আওলাদ (৪৫), অভিযুক্তদের ভাগিনী নাসিমা বেগম (৩৫) এবং ভাগিনা মো. আরিফ (২৮)।
অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে, ভুক্তভোগী হাকিম টানা দশ বছর এবং তার স্ত্রী (বাদী) জাহানুর বেগম তিন বছর কর্মের জন্যে দুবাই কাটিয়েছেন। প্রবাস জীবনে উপার্জিত অর্থের মধ্যকার মোট ৮ লাখ ৩০ হাজার টাকা বিভিন্ন তারিখে অভিযুক্ত জজ মিয়া ও আওলাদের কাছে পাঠানো হয়। ভুক্তভোগীরা প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে পাঠানো টাকা ফেরত চাইলে টাকার কথা অস্বীকার করে। যা নিয়ে কয়েক দফায় বিচার বসিয়েও সমাধান মেলেনি। বরং টাকা চাওয়ায় ভুক্তভোগীকে কয়েকবার মারধর করা হয়।
এ বিষয়ে হাকিম বলেছেন, আমি এবং আমার স্ত্রীর প্রবাসে উপার্জিত টাকা বিশ্বাস করে জজ মিয়া আর আওলাদকে পাঠিয়েছি। তাদের সঙ্গে লেনদেনের সকল প্রমাণও আমার কাছে রয়েছে। বিদেশ থেকে ফিরে টাকা ফেরত চাইতেই আমাকে হয়রানি শুরু করা হয়। আমার উপরে হামলা চালানো হয় এবং মিথ্যা মামলাও দেওয়া হয়। সম্প্রতি আমাদের উপর আবারও হামলা চালানো হয়েছে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে হুমকি দিয়ে যাচ্ছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, হাকিমের বাড়িঘরে হামলা করে ভাংচুর চালানোর বিষয়ে কোর্টে মামলা হয়েছে। যার তদন্ত আমার কাছে এসেছে। সেই মামলায় টাকা আত্মসাতের ঘটনা উল্লেখ দেখিনি। আমি তদন্তে গিয়েছিলাম। তদন্তে এখনো তেমন কিছু পাইনি। তদন্ত চলমান আছে।








































আপনার মতামত লিখুন :