News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

নাসিকের হাজার কোটি টাকার মেগা প্রকল্প


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১০:০৬ পিএম নাসিকের হাজার কোটি টাকার মেগা প্রকল্প

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে পানি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। গত ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় ১৬শ ৯৪ কোটি টাকার একটি মেগা প্রকল্পের অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে।

নাসিকের প্রধান প্রকৌশলী আজগর হোসেন জানান, এর মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির যেই সংকট চলছিলো সেটির অবসান ঘটবে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় ড্রেন, খেলার মাঠ, পার্কসহ আরো বিভিন্ন অবকাঠামো তৈরি করা হবে। তবে প্রকল্পের ৮০ শতাংশ টাকাই ব্যয় করা হবে পানি সরবোরাহ ব্যবস্থা আধুনিকায়নের জন্য।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, “নারায়ণগঞ্জ গ্রীন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভলপমেন্ট” প্রজেক্ট শীর্ষক এই প্রকল্পের অধীনে, গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ, ২০ কিলোমিটার পানির পাইপলাইন সঞ্চালন, ২৮০ কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন,  ১৪টি ডিএমএ স্থাপন, ২০টি গভীর নলকূপ স্থাপন, ২০টি গভীর নলকূপ পুনর্বাসন, ৩৫ হাজার গ্রাহককে নতুন পানি সরবোরাহের লাইন প্রদান, স্মার্ট মিটার প্রদান, ২৭টি ওয়াটার বুথ স্থাপন, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, পার্ক, খেলার মাঠ, ওপেন স্পেস নির্মাণ সহ আরো ৩ টি মাস্টারপ্লান প্রনয়ন করা হবে।

সিটি করপোরেশনের এ সূত্রে জানা গেছে, ২০২১ সাল থেকে এই প্রকল্পের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। অবশেষে ২০২৫ সালের শেষের দিকে এসে প্রকল্পটি অনুমোদন হয়েছে। আগামী বছরের জুলাই মাসে শুরু হবে এই মেগা প্রজেক্টের কাজ।

নাসিকের প্রকৌশলীরা বলছেন, ২০৩১ সালের মধ্যে তারা কাজ শেষ করার চেষ্টা করবেন। ইতিমধ্যে প্রকল্পের টেন্ডার আহবান করা হয়েছে বলেও জানান তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আজগর হোসেন এ বিষয়ে বলেন, এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়ণে এবং স্থানীয় সরকার বিভাগের আওতায় আমরা এই প্রকল্পের কাজ করবো। বাংলাদেশে ১২ টি সিটি করপোরেশন আছে। এডিবি এই প্রথম আমাদের সাথেই এতো বড় প্রকল্পের কাজ করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে টেন্ডার আহবান করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুলাই আগষ্টের মধ্যে কাজ শুরু হবে। এরপর ৩ বছরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করবো আমরা।

নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এ বিষয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যেই পানির সমস্যা রয়েছে সেটি কমে আসবে। সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।

Islam's Group