বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো: আল আমিন রাকিব রিকশা মার্কার গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড এলাকায় এই গণসংযোগ করেন। এদিন মাসদাইর বাজার মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে তালা ফ্যাক্টরির মোড়, আদর্শ স্কুল ও কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় আল আমিন রাকিব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে রিকশা মার্কায় ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়াও নির্বাচনের দিন আয়োজিত গণভোটের ব্যালটে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে হ্যা ভোটে তে সিল মেরে জয়যুক্ত করার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, নূরে আলম, সদর থানার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান আর্মি, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, ফতুল্লা থানা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, মহানগর যুব মজলিসের সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহান খান সহ প্রমুখ।








































আপনার মতামত লিখুন :