News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

টিপু ইস্যুতে মাসুদের উপর নাখোশ বিএনপির সিনিয়র নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:০১ পিএম টিপু ইস্যুতে মাসুদের উপর নাখোশ বিএনপির সিনিয়র নেতারা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রচার ও নির্বাচনী কর্মসূচি পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হয়েছেন আলোচিত মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এমন খবর প্রচার হলেও কেউ কেউ এর বিরোধীতা করছেন।

৩ ডিসেম্বর রাতে মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে মহানগর বিএনপি (একাংশ) বেশিরভাগ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা ও বন্দর উপজেলা বিএনপির নেতা সহ পদবিহীন নেতারাও উপস্থিত ছিলেন।

পরে প্রচারিত হয় টিপু হলেন মাসুদের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে মহানগর বিএনপি আহবায়ক কমিটির মধ্যে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সহ আরো যুগ্ম আহবায়কদের রেখে সদস্য সচিবকে এমন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়া নিয়ে মাসুদুজ্জামান মাসুদের ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছেন কয়েক নেতা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্য এই কমিটি অপেক্ষা করতে পারতেন। কিন্তু টিপু কৌশলে এমন কমিটি দ্রুত হওয়ার গুঞ্জন উঠেছে।

কয়েকজন নেতা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব দায়িত্ব নেয়ার পর থেকে সিনিয়র জুনিয়র ও তৃণমূল নেতাকর্মীরা টিপুর অহেতুক ধমক হজম করতে হয়েছে। এমন উক্ত সভা শুরুর আগে কয়েকজন বিএনপিতে ফেরত আসা নেতা ও সিনিয়র নেতাদের উপস্থিতি হওয়ায় টিপু নানান কথা শুনতে হয়েছে।

আহবায়ক কমিটির পর ১৫ জন বিদ্রোহী নেতা সৃষ্টি হয়েছিলো, এবার ২৫ জন বিদ্রোহী হতে পারেন টিপুর কারণে।

আবু আল ইউসুফ খান টিপুকে আহ্বায়ক মনোনীত করায় দলের নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব নয় মাসুদুজ্জামানের প্রচারণা ধস নামার অপেক্ষা করছেন মন্তব্যে করেছে মহানগর আহবায়ক কমিটির কয়েক নেতা।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে মাসুদকে জয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

Islam's Group