বন্দর একাধিক মামলার আসামি, ডিবি ও থানা পুলিশের কথিত সোর্স পরিচয়দানকারী শাহ-আলম ওরফে টিকটিকি শাহ আলমকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। ধৃত শাহআলম (৪৫) কুশিয়ারা উত্তরপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
সোমবার ৮ ডিসেম্বর দুপুরে তিনগাও এলাকা থেকে টিকটিকি শাহ আলমকে আটক করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী টিকটিকি শাহ আলম তার আস্তানা থেকে মই দিয়ে প্রায় ১২ ফুট উচ্চ দেয়াল টপকিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে পুলিশ ধৃত শাহ আলমকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে বন্দর থানায় নিয়ে যায়।
এর আগে সন্ত্রাসী শাহ-আলমের বিরুদ্ধে কুশিয়ারা এলাকায় তার মাদক বিক্রিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে সাব্বির নামের এক যুবককে সুইচ গিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছিল যার মামলা নাম্বার ৪ (৩/১১/২৫)। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা,অভিযোগ ও জিডি রয়েছে।
এছাড়াও বন্দর থানায় সাব্বির হত্যা চেষ্টা মামলা দায়ের হইলে মামলার বাদী সাব্বিরের পিতা আশাব উদ্দিনকে মামলা তুলে নিতে বিভিন্ন স্থানে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছিল সন্ত্রাসী টিকটিকি শাহ আলম।








































আপনার মতামত লিখুন :