নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় স্কুলের গাছ কেটে নিতে বাধা দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে সদ্য বিএনপি নেতা বনে যাওয়া খবির উদ্দিন খবু। সে নিজেকে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এর চাচাতো ভাই বলে পরিচয় দিয়ে থাকেন। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই খবির উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পটপরিবর্তনের পর সে বিএনপি নেতা বনে গেছে।
রোববার ৭ ডিসেম্বর বক্তাবলীর কানাইনগর ছোবহানিয়া হাইস্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সোমবার ৮ ডিসেম্বর স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে লাঞ্ছিত করা ওই ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ করে।
বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া হাইস্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, মাস খানেক পূর্বে খবু স্কুলের গাছ কাটতে আসছিলো। তখন আমি তাকে বাধা দিয়ে বলেছি পারমিশন ছাড়া স্কুলের গাছ কাটা যায়না। ওইদিন সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। রোববার ৭ ডিসেম্বর আমি স্কুলে তালা দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে রওনা হই। যাওয়ার পথে স্কুলের দক্ষিণ পাশে স্মৃতিসৌধের কাছে গেলে খবু আমাকে ডাক দিয়ে দাঁড় করায়। এমন সময় আমার মোবাইলে একটি ফোন আসলে আমি ফোনটি রিসিভ করতে গেলে আমাকে বলে ফোন কাট। এই বলে আমাকে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দেয়। এ সময় আমাকে খারাপ ব্যবহার সহ অকথ্য ভাষার প্রয়োগ করে।
ঘটনাটি জানতে পেরে স্কুলের শিক্ষার্থীরা আজকে পরীক্ষা শেষে তার বিচার দাবি করে মিছিল করে।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিতে এই মুহূর্তে থানা আছি।
এলাকাবাসী জানান, খবির উদ্দিন খবু হচ্ছে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের চাচাতো ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। মিছিল মিটিংয়ে সক্রিয় অংশ নিয়েছেন, শামীম ওসমানের সাথে তার সখ্যতা ছিল। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়াও গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে তার চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান জানান, খবির উদ্দিন খবু একজন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। সে বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা না। সে আলীরটেক ইউনিয়নে থাকে। ঘটনাটি শুনে আমি আজকে স্কুলে গিয়েছিলাম। স্কুলের শিক্ষার্থীরাও প্রতিবাদে মিছিল করেছে। ঘটনা সম্পর্কে আমাকে প্রধান শিক্ষক যেটা বললো, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বক্তাবলী ফেরীঘাট দিয়ে রাস্তা বানাবে গাড়ি নামার জন্য। ওই রাস্তার মধ্যে স্কুলের সীমানার কয়েকটি গাছ পড়েছে। সেই গাছ কাটার জন্যই খবু এসেছিলো। তখন প্রধান শিক্ষক বলেছেন স্কুলের গাছ কাটতে হলে সরকারি অনুমতি প্রয়োজন। এখন আমার প্রশ্ন হলো আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বক্তাবলী ইউনিয়নে এসে কিভাবে রাস্তা নির্মাণ করতে পারে। এখানে রাস্তা করতে হলে বক্তাবলী ইউনিয়ন করবে উপজেলা প্রশাসন করবে।
আজকে বক্তাবলীতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসেছিলেন আমরা উনাকে বিষয়টি অবগত করেছি, উনি প্রধান শিক্ষককে বিষয়টি থানায় লিখিত ভাবে অভিযোগ করতে পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন জানান, আমি বক্তাবলীতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঘটনাটি শুনেছি। কিন্তু স্কুল থেকে বিষয়টি এখন পর্যন্ত আমাকে লিখিত ভাবে জানানো হয়নি। উনারা যদি লিখিতভাবে জানান তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো। সেই সাথে আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি এবং উনাকে বলেছি যেকোন সমস্যায় যেন আমাদের দ্রুত অবগত করা হয় যাতে করে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি।
আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বক্তাবলী ইউনিয়নে গিয়ে রাস্তা নির্মাণ করতে পারেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তিনি কখনোই পারেন না। তবে পুরো বিষয়টি আমি এখনো অবগত না। আমি মাত্রই যোগদান করেছি। বিষয়টি আমি খোঁজ নিয়ে জানবো।








































আপনার মতামত লিখুন :