News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০৬ পিএম অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসুমাবাদ এলাকার ঢাকা লুব অয়েল লিমিটেড কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। পরিবেশ দূষণ বন্ধে কারখানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Islam's Group